ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ থেকে : ৭৭ বছর বয়সী বৃদ্ধ জামাল (ছদ্ম নাম)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাদুপুর দুর্গাপুর গ্রামে।
তিনি জন্ম থেকেই প্রতিবন্ধী। ইচ্ছে থাকলেও সবকাজ করতে পারেন না। তাঁর হাত ও পায়ের সমস্যা। বাঁকা হাত নিয়েই কাজ করে জীবন সংসার চালাচ্ছেন।
কয়েকদিন আগে সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম এই বৃদ্ধর খোঁজ দেন। জানা গেছে, প্রতিবন্ধী হবার জন্যে ছোটবেলা থেকেই অনেক কষ্ট সয়ে বড় হতে হয়েছে। তবে সে কোনও দিন কারও কাছে হাত পাতেনি। এই বয়সেও ফেরি করে গ্রামে গ্রামে বারভাজা বিক্রি করেন।
তাঁরমত অনেক ব্যক্তি মানুষের দ্বারে দ্বারে চেয়ে, ভিক্ষা করে সংসার চালায়, কিন্তু এই বৃদ্ধ জামাল কারো দ্বারে না গিয়ে নিজেই একটি কাঠের ঠেলা গাড়িতে করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও গ্রামে বারভাজা বিক্রি করে নিজেসহ সংসার চালাচ্ছেন।
আর প্রতিবন্ধী হওয়ায় সরকারি যে ভাতা দেয়া হয় সেটাও তিনি পেয়েছেন। ওই টাকা আর ভাজা বিক্রি করে যা টাকা পায় তা দিয়েই বেঁচে আছেন। জীবন যুদ্ধে হার না মানা বৃদ্ধ জামাল দেখিয়ে দিয়েছেন ইচ্ছে থাকলে উপায় হয়।