নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ১ জন রাজমিস্ত্রী ও ১জন বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহী ষষ্ঠী পাড়া শাখার কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। ১১৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে এ ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ২২ জুন সোমবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পেন্ডিং থাকা ৪৩০টি নমুনার মধ্যে ১১৩টির রিপোর্ট এদিন বিকেলে পাওয়া যায়। তাদের মধ্যে ২ জন পজিটিভ।
২ জনের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ী বেহুলার ৫ নং ওয়ার্ডের মৃত আশরাফ মিয়া ও মৃত বানুর ছেলে মো. কবির মিয়া (৩৫) এবং অপরজন ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গা নতুন হাজিপাড়া গ্রামের কাজি আলি আসগরের ছেলে কাজী মুসফিকুর রহমান (৪৩)। ২৩ জুন মঙ্গলবার আরো ১০০ জনের নমুনা পাঠানো হবে বলে তিনি জানান।
সিভিল সার্জন আরো জানান, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৩ জন।
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। এদের মধ্যে একজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন এবং অন্যরা হোম আইসোলেশনে রয়েছেন। আক্রান্তদের কারও কোন উপসর্গ নেই। সকলে ভাল আছেন চিকিৎসা নিচ্ছেন ।