আজ শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» চাঁপাইনবাবগঞ্জে ‘প্রতিদিনের চাঁপাই’ অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন «» শিবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদিকুল ইসলামের ১০ হাজার কম্বল বিতরণ «» শিবগঞ্জে ৪ হাজার কম্বল বিতরণ «» পৃথিবী সংবাদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি ইউসুফ, সম্পাদক চাঁদ «» শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণে ব্যস্ত পরিচালক নাহিদুজ্জামান «» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা

কানসাটে ব্যক্তিগত অর্থায়নে দরিদ্রদের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর ! মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের অন্যতম একটি। আনন্দ আর খুশিতে ভরা একটি উৎসব। কিন্তু সম্প্রতি মরণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে নিরস এই পৃথিবীর অসংখ্য মানুষ যেন ভুলেই গেছে ঈদের আনন্দের কথা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও দরিদ্রদের পাশে বিভিন্ন সহযোগীতা নিয়ে এগিয়ে আসছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তবাণ ব্যক্তিগণ।

তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর ২০২০ উপলক্ষে নিজস্ব অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কানসাট এলাকার কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। রবিবার ২৪ মে ২০২০ বিকেলে কানসাট গোপালনগর মোড় এলাকায় শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী এমদাদুল হক (এমদাদ), চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি মো: মেসবাহুল হক (বাবু), আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক টিপু ও কানসাট বণিক সমিতির সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম বাবুর নিজস্ব অর্থায়নে এলাকার কর্মহীন, দুস্থ ও অসহায় ১৩০ জনের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা কাজী ইমতিয়াজ মোহাম্মদ চয়ন।

বিতরণকালে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী এমদাদুল হক (এমদাদ) বলেন, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। বর্তমানে মরণঘাতি করোনা ভাইরাসের মধ্যেও সারা পৃথিবীর মানুষ চেষ্টা বিভিন্ন ভাবে প্রস্তুতি নিচ্ছে ঈদকে আনন্দময় করে কাটাতে। কিন্তু এলাকার কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষগুলো দারিদ্রতার কারনে ঈদ আনন্দ থেকে দূরেই থাকে। আমরা কয়েকজন ব্যবসায়ী ও নেতৃবৃন্দ মিলে নিজস্ব অর্থায়নে এসব অসহায় ও দুস্থদের অসহায়ত্বের কথা চিন্তা করে তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সামান্য উপহার নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা ভবিষ্যতেও এমন অসহায়দের পাশেই থাকব ইনশাআল্লাহ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :