নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে নকল ও পণ্যের মোড়কে আমদানিকারকের স্টিকার না থাকার অপরাধে বৃহষ্পতিবার(১৪ মে) দুপুরে ৪ টি দোকানকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম জানান, জেলার নাচোল উপজেলা পৌর এলাকার বিভিন্ন দোকানে তদারকি অভিযান চালানোর সময় দেখা যায়, ৪টি দোকানে নকল পণ্য রাখা ও পণ্যের মোড়কে আমদানীকারকের স্টিকার না থাকায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
পরে নকল পণ্য রাখা ও মোড়কে আমদানীকারকের স্টিকার না থাকায় ৩৭ ধারায় সাদিকা কসমেটিকস ও আমিন কসমেটিকস কে ২ হাজার টাকা করে জরিমানা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সেখানকার মুদি দোকান শাহাদত সবজি ভান্ডার ও মামা-ভাগ্নে স্টোর কে ৩৮ ধারায় ১ হাজার টাকা করে জরিমানা আরোপ ও আদায় করা হয় ।এ সময় স্যানিটারি ইন্সপেক্টর মোঃ কোবাদ আলী , কনসাস কনজুমার সোসাইটির সারওয়ার জাহান সজল এবং নাচোল থানা পুলিশ উপস্তিত ছিলেন ।